অফিস ডেক্স।।
গ্লাসগো জলবায়ু সম্মেলন এবং সুন্দরবন রক্ষা কনভেনশন সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সিডিপি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব এ্যাড. মো: বাবুল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠক সরদার রুহিন হোসেন প্রিন্স। বক্তব্য রাখেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি খুলনার সদস্য এসএম ইকবাল হোসেন বিপ্লব, এসএম দেলোয়ার হোসেন, আফজাল হোসেন রাজু, মাহবুব আলম বাদশা, এসএমএ রহিম প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, দেশের বিভিন্ন এলাকায় কয়লা ভিত্তিক প্রকল্প বাতিলের উদ্যোগে স্বস্তি প্রকাশ করে সুন্দরবন রক্ষায় অবিলম্বে রামপাল কয়লা প্রকল্প বাতিলের ঘোষনার আহবান জানান। সুন্দরবন অঞ্চলে বিভিন্ন স্থাপনা নির্মান, লাল ক্যাটাগরির প্রকল্পকে সবুজ প্রকল্প হিসেবে বিবেচনা করায় ক্ষোভ প্রকাশ করে এ ধরনের স্থাপনা অব্যাহত রেখে সুন্দরবন রক্ষা করা যাবে না। তিনি আরো বলেন নানা সময়ে ঘূর্ণিঝড়, জলোস্বচ্ছাস বুক পেতে সুন্দরবন এ অঞ্চলের মানুষকে বাচিঁয়েছে অথচ আমরা সুন্দরবন ধ্বংস করছি। উপকুলীয় জনপদের মানুষের জীবন-জীবিকা বাঁচাতে পরিবেশ বান্ধব উন্নয়ন প্রকল্পের আহবান জানান। সভায় আগামী ২০ নভেম্বর শনিবার বিকাল ৪টায় সিডিপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য ”গ্লাসগোজলবায়ু সম্মেলন এবং সুন্দরবনরক্ষা” শীর্ষক কনভেনশন সফল করার লক্ষে এসএম ইকবাল হোসেন বিপ্লবকে সমন্বয়কারী এবং এসএম দেলোয়ার হোসেন, আফজাল হোসেন রাজু, মাহবুব আলম বাদশা, এসএমএর হিম, আবিদ শান্তকে সদস্য করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়।##