অফিস ডেক্স।।
খুলনায় আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ, র্যালী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়েছে।নগরীর রয়্যালের মোড়ে সিটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পরে রয়্যাল মোড় থেকে একটি র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্সিণ করে। সংগঠনের বিভাগীয় কমিটির সম্পাদক এড. কুদরত-ই-খুদার সভাপতিত্বে সুশাসনের জন্য নাগরিক সুজন কার্যালয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় অংশ নেন সরকারি এমএম সিটি কলেজে লিফলেট বিতরণকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর তন্ময় কুমার সাহা ও উদ্ভিদ বিভাগের সহকারি অধ্যাপক এবিএম অহিদুল ইসলাম, সুজন প্রতিনিধি খলিলুর রহমান সুমন, দৈনিক কালেরকণ্ঠের স্টাফ রিপোর্টার কৌশিক দে বাপী, কালবেলার খুলনা ব্যুরো চীফ রিতা রাণী দাস, সময়ের খবরের সিনিয়র স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম নুর ও মোঃ মিলন, সাংবাদিক নেতা মাহবুবুর রহমান মুন্না, পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আহমেদ মুসা রঞ্জু, আমরা খুলনাবাসীর এস এম মাহবুবুর রহমান, সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, গণসংহতি আন্দোলন জেলা কমিটির সমন্বয়ক মুনীর চৌধুরি সোহেল, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, অবকাশ গণগ্রন্থাগারের সম্পাদক খন্দকার খলিলুর রহমান, নাগরিক নেতা আফজাল হোসেন রাজু, সত্যজিত দেবনাথ, রুবিনা আক্তার, মিতা রাণী সরকার, নজরুল ইসলাম, শর্মিলা গাইন, তমাসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। রাষ্ট্রের মালিক হিসেবে কার কি কাজ এবং তা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না।সে ব্যাপারে চোখ-কান খোলা রেখে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সকলেই যাতে স্ব স্ব দায়িত্ব যথাযথ ভাবে পালন করে সে ব্যাপারেও চাপ সৃষ্টিকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আমাদের দেশে ও সমাজে তথ্য না দেয়ার সংস্কৃতি দীর্ঘ দিনের। এই সংস্কৃতি ভাঙ্গতে না পারলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ন্যায় বিচার ভিত্তিক ও আত্ননির্ভরশীল রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে না।
২৮ সেপ্টেম্বর তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার; তথ্যই শক্তি, তথ্যই মুক্তি-শীর্ষক শিরোনামে দিবসটি পালন উপলক্ষে কমিটি সোমবার নানা পালন করা হবে। ##