রূপসা প্রতিনিধি ।।
খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন বাংলাদেশের ৬৮ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সুনাগরিক, সুশিক্ষায় শিক্ষিত, গনতন্ত্রমনস্ক, মানসিক ও নান্দনিক বিকাশ ঘটানোর লক্ষ্যে জাতীর জনকের তনয়া শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করে বিশ্বের দরবারে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকের এই শিশুরা ৪১ সালে উন্নত বাংলাদেশের নেতৃত্ব দেবে। স্বাধীনতার ৫২ বছর অতিবাহিত হলেও দেশের কোন রাষ্ট্রনায়ক এমন মহৎ সিদ্ধান্ত নিতে সাহস করেনি। একারনে শেখ হাসিনা সরকার বার বার দরকার শ্লোগানে বাংলাদেশ মুখরিত। এজন্য বিএনপি জামাত সহ তাদের দোসররা ঈর্ষান্বিত হয়ে শেখ হাসিনা সরকারের নিন্দামন্দ করে থাকে। বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাসনিমের সভাপতিত্বে ও শিক্ষা অফিসার আঃ রবের সঞ্চালনায় অনুষ্টানে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান, মধুসূধন মন্ডল, প্রধান শিক্ষক অজয় কুমার দাম, শেখ লুৎফর রহমান, শ্যামল কুমার দাস, সুমাধুরী চক্রবর্তী, শাহিনা আক্তার, আঃ সাত্তার খান, অরবিন্দু শীল, তরিকুল ইসলাম প্রমুখ। উপজেলা পর্যায়ে পুটিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঝে কাজদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দিতামূলক খেলায় পুটিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাপিম্পয়ন হওয়ার গৌরব অর্জন করে। জয়সূচক দুটি গোলই করে বিজয়ী দলের আলাউদ্দিন। খেলা পরিচালনা করেন বাশির আহমেদ লালু, সুমন রাজ, গোলাম রসুল প্রমুখ। ##