খুলনা ব্যুরো।।
খুলনায় যশোরের দুঃখ হিসেবে খ্যাত ভবদহের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ৫দফা দাবীতে অবস্থান কর্মসূচি করেছে ভুক্তভোগীরা। সোমবার দুপুরে ভবদহ জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির আয়োজনে খুলনা পানি উন্নয়ন বোর্ড ভবন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৫দফা দাবীর মধ্যে রয়েছে বিল কপালিয়ায় টিআরএম চালু, আমডাঙ্গা খাল খনন করে প্রশ্বস্থ করা, হরি নদী, শ্রী নদী, টেকানদী ও মুক্তেশ্বরী নদী খনন করে ভৈরব নদের সাথে সংয়োগ স্থাপন করা, ভবদহের ২১নং ও ৯নং ভেন্টের স্লুইজ গেটের মাঝ দিয়ে সরাসরি নদীর সাথে সংযোগ দেয়া এবং এলাকার নদী ও খালের উপর সকল বাধা অপসারন করতে হবে। খুলনা পানি উন্নয়ণ বোর্ডের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করে ভবদহ জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির নেতা রনজিৎ বাওয়ালী, চৈতন্য পাল, খলিলুর রহমানসহ ভুক্তভোগী এলাকাবাসী।
এ সময় ভুক্তভোগী এলাকাবাসী ৫দফা দাবি দ্রুত বাস্তবায়ন করে ভবদহ অঞ্চলের ৫০লক্ষাধিক ভুক্তভোগীদের বাচাতে সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি দাবী জানান নেতৃবৃন্দ। ##