বটিয়াঘাটা প্রতিনিধি।।
খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চাল পত্রিকার প্রতিনিধি প্রতাপ চন্দ্র ঘোষের উপর হামলা চালিয়েছে সাংবাদিক নামধারী একটি সন্ত্রাসী চক্র। বুধবার দুপুরের দিকে উপজেলা প্রেসক্লাব ও দৈনিক পূর্বাঞ্চাল পত্রিকার বটিয়াঘাটা অফিসে এ হামলা করে সন্ত্রাসীরা। এ সময় তার বাম চোখ তুলে নেয়ার চেষ্টা চালায় এবং বেপরোয়া মারপিট করে টাকা-পয়সা ও অন্যান্য মালামাল লুটে নিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সাংবাদিক প্রতাপ ঘোষ জানান, বুধবার দুপুরের দিকে খুলনা থেকে কাজ শেসে বটিয়াঘাটায় প্রেসক্লাব ও নিজস্ব অফিসে যান। এ সময় সাংবাদিক নামধারী ও একাধিক মামলার আসামী মোঃ কবির আহম্মেদ খান, মোঃ মনিরুজ্জামান, ইমরান হোসেন সুমন, মোঃ তরিকুল ইসলাম, হিরামন মন্ডল সাগর, মহিদুল ইসলাম শাহীন,মোঃ আহসান কবীর, মোঃ তুরান,অজিত রায়সহ আরো ৫/৬জনের একটি সংঘবদ্ধ চক্র অফিসে ঢুকে হামলা চালায়। এ সময় উপজেলা প্রেসক্লাবের কম্পিউটার, আলমারি ভাংচুর, প্রেসক্লাবের প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে ও তার গলায় থাকা ১লক্ষ টাকা মূল্যের দেড় ভরি ওজনের স্বর্ণালংকার এবং নগদ ৫৫হাজার টাকা লুটে নিয়ে যায়। এসময় উপজেলা প্রেসক্লাবের কম্পিউটারম্যান বিশ্বজিৎ বাঁধা দিতে গেলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রেসক্লাবের মালামাল ভাংচুর করে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় দোকানের লোকজন উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অপরদিকে, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও অভিজিৎ মল্লিক,২নং বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, ৪নং সুরখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন লিটু, উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, ইউপি সদস্য বিবেক বিশ্বাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর কুমার মন্ডল, সম্পাদক ধীমান মন্ডল, প্রধান শিক্ষক শুভংকর মন্ডল, দলিল লেখক সমিতির সভাপতি আমিরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা অলোক মল্লিক, ইন্দ্রজিৎ রায়, অনুপ বিশ্বাস, জয় বিশ্বাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে দেখতে যান। এব্যাপারে ভূক্তভোগী প্রতাপ ঘোষ আসামীদের বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় থানায় একটি মামলা দায়ের করেছেন।
বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষের উপর সন্ত্রাসী হামলা, অফিস ভাংচুরের প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, সহ-সভাপতি এ্যাডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তফা বিল্লাল, সিনিয়র সাংবাদিক এসএমএ ভূট্টো, সাংবাদিক নিখিলেশ গাইন, নিতিশ বাছাড়, পরাগ রায়, সুমন বিশ্বাস প্রমূখ। স্ব্জন সাংবাদিক ফোরামের সদস্য বটিয়াঘাটা প্রেসক্লাবের সবাপতি প্রতাপ কুমার ঘোষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবী জানিয়েছেন স্বজন সাংবাদিক ফোরামের নেৃতবৃন্দ। বিবৃতিদাতারা হলেন স্বজন সাংবাদিক ফোরামের উপদেষ্টা খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মল্লিক সুধাংশু, সভাপতি অরুন মন্ডল, সদস্য সচিব খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক সুনীল দাস, কোষাধ্যক্ষ মনোজ মজুমদার, পলাশ দত্ত, তিতাস চক্রবর্তী, দানিয়েল সুজিত বোস, দীলিপ বর্মন, কানাই মন্ডল, রীতা রানী দাস, উত্তম মন্ডল, দেবনাথ রনোজিত কুমার, উত্তম সরকার, রিংটন মন্ডল, রাজু সাহা বিপ্লব, অনিমেষ সরকার মানিক, দেবাশীষ রায়, স্বপন কুমার রায়, তাপস দাস, মহাদেব দাস,তরুন চক্রবর্তী বিষ্ণু, কৃষ্ণ গোপাল সেন, সুব্রত কুমার ফৌজদার, অরুন দেবনাথ, সুজিত রায়, প্রতাপ বিশ্বাস, ইন্দ্রজিত টিকাদার, পরিতোষ রায়, তৃপ্তিরঞ্জন সেন, বিভাষেন্দু সরকার, পূর্নচন্দ্র মন্ডল, অরবিন্দু মন্ডলসহ নেতৃবৃন্দ। ##