অফিস ডেক্স।।
খুলনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার খালিশপুর নয়াবাটি জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে থানা শিক্ষা অফিসের আয়োজনে দুই দিনব্যাপী এ খেলার সমাপনী ও ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এছাড়া রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
থানা শিক্ষা অফিসার শেখ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী থানা শিক্ষা অফিসার দিপ্পল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ জয়নাল আবেদীন, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী থানা শিক্ষা অফিসার কামরুন্নাহার, ফিরোজা সুলতানা, রেক্সোনা আক্তার, নূর-এ-লায়লা, মঞ্জুরুল আলম, নাজমা ইয়াসমিন, প্রধান শিক্ষক মানস কুমার রায়, জাহাঙ্গীর আলম, অশোক মন্ডল, জি.এম. হুমায়ুন কবীর, মোঃ মুনির হোসেন, এলিজা পারভীন, শওকত আলী, প্রশান্ত রায়, জমির উদ্দিন তালুকদার, সহকারী শিক্ষক সৈয়দ আনিসুজ্জামান, তরিকুলি ইসলাম, এমকে জামান, মোস্তাফিজুর রহমান, শফিউর রহমান, গোফরান, ফাল্গুনী সাহা, তাহমিনা বেগম প্রমুখ। ##