ফরিদপুর জেলা প্রতিনিধি।।
ফরিদপুরে দিনবন্ধু আশ্রমে সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে তিন দিনব্যাপী সনাতন ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার সকালে শহরের শোভারামপুরের দিনবন্ধু আশ্রমে ৪৮তম বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্টানের প্রথমদিন ১৬প্রহরব্যাপী তারকব্রহ্ম নামযজ্ঞ অনুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠিত হচ্ছে।এ উপলক্ষে শ্রীমৎ ভাগবত গীতা পাঠ, তারকব্রহ্ম মহানাম সংকীর্তন, রাধা গোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন, কুঞ্জভঙ্গ, দধি মহোৎসব, মহাপ্রসাদ বিতরণ ইত্যাদি অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার মহন্ত বিদায়ের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হবে। প্রতিদিন শহর ও আশপাশের এলাকার উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।##