ঢাকা অফিস:
দেশের সব অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আগামী তিনদিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ের মধ্যে অনিবদ্ধত প্রতিষ্ঠানের কর্মকান্ড বন্ধ না করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)অধ্যাপক ডা: আহমেদুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। এরআগে বুধবার স্বাস্থ্য মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য ও চিকিৎসা সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর সিদ্ধান্ত নেয়া হয়। ইতিমধ্যে এ সিদ্ধান্ত দেশের সকল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, জেলা-উপজেলার সংশ্লিষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তাদের জানিয়ে দেওয়া আগামী ৭২ ঘন্টার মধ্যে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগোনেষ্টিক সেন্টার বন্ধ করতে হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।এসব অবৈধ কার্যক্রম বন্ধে সকল জেলার সিভিল সার্জনকে প্রয়োজন হলে অভিযান পরিচালনা করার কথাও বলা হয়েছে। স্বাস্থ্য মহাপরিচালকের দপ্তরে অনুষ্ঠিত সভায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মনিটরিং কার্যক্রম বিষয়ে ৪টি সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হচ্ছে আগামী ৩ দিনের মধ্যে দেশের অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগোনস্টিক সেন্টারসমূহ বন্ধ করতে হবে, অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে এ কার্যক্রম চলমান থাকবে, যেসব প্রতিষ্ঠান নিবন্ধন গ্রহণ করলেও নবায়ন করেনি, তাদের নিবন্ধন নবায়নের জন্য সময়সীমা নির্ধারন করতে হবে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিবন্ধন গ্রহণ না করলে সেসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হবে। এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহে অপারেশনের সময় এনেস্থেসিয়া প্রদান ও ৬টি অ্যাসিস্ট করার ক্ষেত্রে নিবন্ধিত চিকিৎসক ছাড়া অন্যদের রাখা হলে সেসব প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নিতে হবে। তবে যেসব প্রতিষ্ঠান নতুন নিবন্ধনের জন্য আবেদন করেছেন, তাদের লাইসেন্স প্রদানের কার্যক্রম দ্রুত শেষ করার জন্য বলা হয়েছে। কিন্তু লাইসেন্সপ্রাপ্তির আগে এসব প্রতিষ্ঠান কার্যক্রম চালাতে পারবে না বলেও জানিয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে, দেশের সব অনিবন্ধিত এবং গুনগত মানবিহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আগামী তিনদিনের মধ্যে বন্ধের নির্দেশ দ্রুত বাস্তবায়নের দাবী জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন(বিপিএইচসিডিওএ) খুলনা শাখার নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার দুপুরে বিপিএইচসিডিওএ সবাপতি ডা: গাজী মিজানুর রহমান, সাধারন সম্পাদক ডা: শওকত আলী লস্কর, সহসভাপতি ডা: এম.আর.খান, সদস্য ফারুক আহমেদ, শামীম আরা নীলাসহ নেতৃবৃন্দ খুলনার সিভিল সার্জন মো: সুজাত আহমদের সাথে দেখা করে সরকারের সিদ্ধান্ত দ্রুত ও যথাযথ বাস্তবায়নের দাবী জানান। সিভিল সার্জনের কার্যালয়ে এ সময় খুলনা প্রেসক্লাবের সবাপতি এসএম. নজরুল ইসলাম, সাবেক সভাপতি শেখ আবু হাসান, এসএম. জাহিদ হোসেন, সাবেক সাধারন সম্পাদক মল্লিক সুধাংশু, সহকারী সাধারন সম্পাদক সুনীল দাস, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আসাদুজ্জামান রিয়াজসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিভিল র্জন মো: সুজাত আহমেদ এবলেন, অনিবন্ধিত ও অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দশনা ও সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়নের আশ্বাস দেন। তবে এজন্য তিনি সাংবাদিক, বেসরকারী হাসপাতাল ক্লিনিক এসোসিয়েশন এবং জনসাধারনের সহযোগীতা কামনা করেন। ##