চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের হটহাজারীতে মন্দিরে হামলা ও ভাংচুর মামলার আসামী বিএনপি নেতা ফকির আহমেদের চট্টগ্রাম কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার (১৫ নভেম্বর) রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ফকির আহমেদ মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ছিলেন। গত ১৮ অক্টোবর হাটহাজারীতে মন্দির ভাঙচুর ও সহিংসতার মামলায় তিনিসহ তিনজনকে আটক করে পুলিশ। এর ২৮ দিনের মাথায় হৃদরোগে মারা যান ৬২ বছর বয়সী এ বিএনপি নেতা। মঙ্গলবার বিকেল আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়। স্থানীয়ভাবে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা জানান উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন সেলিম।
ফকির আহাম্মদের মৃত্যুর ঘটনায় বিএনপি নেতারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে। এদিন সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম, নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।
বিবৃতিতে নেতারা বলেন, ‘বর্তমান নিষ্ঠুর আওয়ামী সরকারের আমলে কারাবন্দী বিএনপি নেতাকর্মীদের প্রতি অমানবিক আচরণ এবং চিকিৎসায় চরম অবহেলার কারণে জেলখানায় অহরহ মৃত্যুর ঘটনা ঘটছে।’
তার মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছে মিরসরাই উপজেলা বিএনপির নেতারা।
তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। ##