বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় ১২ দফা অন্তর্ভুক্ত করার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।রবিবার বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি উপ-প্রধান প্রকৌশলী(বিদ্যুৎ) এস এম মনিরুজ্জামান(পলাশ)। পরিষদের সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শেখ মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার মো. তারিকুজ্জামান, উপ-রেজিস্ট্রার জিএম লুৎফর রহমান, হাওলাদার আলমগীর হাদি, শেখ আরিফ নেওয়াজ, সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাস, মো. রফিকুল ইসলাম (বাবু), মো. মিজানুর রহমান, মিয়া মুহাম্মদ সালাউদ্দিন, সহকারী পরিচালক বিমান সাহা ও সেকশন অফিসার মোস্তফা আল মামুন প্রবাল।
মানববন্ধনে অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাহী কমিটির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মরত অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বরাবর প্রেরিত ১২দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।##