অফিস ডেক্স।।
খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ বলেছেন, খুলনা মহানগরীতে বিপদাপন্ন মানুষের সংখ্যা অনেক বেশী। ফলে সিটি কর্পোরেশনে সরকারিভাবে যে সামাজিক সুরক্ষা কর্মসূচী চলমান তাতে বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে যুক্ত করা সম্ভব হচ্ছে না। সেই সাথে গ্রামে চলমান সামাজিক কর্মসূচীর কিছু কিছু মহানগরীতে রাষ্ট্রীয়ভাবে চালু করা হয়নি। এর ফলে গ্রামের মানুষ যে সব সুবিধা পাচ্ছেন শহরের মানুষ তার সবগুলো পাচ্ছেন না। বৃহস্পতিবার খুলনা মহানগরীর ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে জনপ্রতিনিধি এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে লিয়াজোঁ সভায় বক্তৃতাকালে কাউন্সিলরবৃন্দ এ কথা বলেন। ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তৃতা করেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সামসুদ্দিন আহমেদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহফুজুর রহমান, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ‘করোনা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ প্রকল্পের পক্ষ থেকে বৃহস্পতিবার এই লিয়াজোঁ সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা মহানগরীর ১. ২, ৩, ৫, ৯ ও ১২নং ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ এবং রূপান্তরের উপকারভোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস, মোঃ আঃ হালিম, স্ক্রিম প্রকল্পের মোস্তাফিজুর রহমান রাসেল, মনিরুল হক রাসেল এবং আকাশ সাহা। ##