অফিস ডেক্স।।
খুলনায় বন্ধঘোষিত খালিশপুর জুটমিল, দৌলতপুর জুটমিলসহ ৫টি জুটমিলের ১৫সহস্রাধিক শ্রমিকদের বকেয়া বেতনসহ সকল পাওনা অবিলম্বে পরিশোধ, গোল্ডেন হ্যান্ডশেকের প্রাপ্য টাকা,উৎসব বোনাস, ৬০দিনের নোটিশ পে, বন্ধ সকল পাটকল ও চিনি কল রাষ্ট্রীয় উদ্যোগে চালু, সরকার ঘোষিত বেতন স্কেল অনুযায়ী দেশের সকল বেসরকারি পাটকল শ্রমিকদের বেতন স্কেল নির্ধারন ও বাস্তবায়ন এবং ব্রেকিং সিস্টেম আধুনিকায়ন করে শ্রমিকদের ইঞ্জিন-ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান চলাচলের লাইসেন্স প্রদানসহ ০৪দফা দাবিতে শ্রমিক সমাবেশ ও পাটকল আন্দোলনের স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের উদ্যেগে খালিশপুরের পিপলস গোল চত্বরে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যে’র সমন্বয়ক রুহুল আমিনের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তৃতা করেন খালিশপুর জুটমিল কারখানা কমিটির সাধারন সম্পাদক আলমগীর কবির, লেখক ও গবেষক মাহা মির্জা, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য চট্রগ্রাম শাখার সদস্য সচিব ও আমিন জুটমিলের শ্রমিক নেতা মোঃ কামাল উদ্দিন, আমিন জুটমিলের শ্রমিক নেতা মোঃ আবু হানিফ, গার্মেন্টস শ্রমিক নেতা আরমান হোসাইন,শ্যামপুর চিনিকল রক্ষা আন্দোলন কমিটির সদস্য আহমেদ বাবু, খালিশপুর জুটমিল সিবিএ সাংগঠনিক সম্পাক ও খালিশপুর জুটমিল কারখানা কমিটির সভাপতি মোঃ মনির হোসেন, স্টার জুটমিলের শ্রমিক নেতা ও শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন, খালিশপুর জুটমিল শ্রমিক মোঃ শফিউদ্দিন, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্ববায়ক এ্যডভোকেট কুদরত-ই খুদা, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের যুগ্ম আহ্বাবায়ক জনার্দন দত্ত নান্টু, মোঃ মিজানুর রহমান, ক্রিসেন্ট জুটমিল বদলি কমিটির সভাপতি জাকির হোসেন, সোনালি জুটমিল সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম, খুলনা-যশোর বদলি আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি মোঃ শমসের আলি, ইস্টার্ন জুটমিলের শ্রমিকনেতা ওলিয়ার রহমান, খুলনা-যশোর বদলি-অস্থায়ী আঞ্চলিক কমিটির আহ্বায়ক মোঃ ইলিয়াস আলী, স্টার জুটমিল বদলি কমিটির সভাপতি হামজা গাজি, জেজেআই জুটমিলের সাবেক ননসিবিএ নেতা নাজমুল গাজী, দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সভাপতি নুর মোহাম্মদ, দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সধারন সম্পাদক মোফাজ্জেল হোসেন, ক্রিসেন্ট জুটমিলের বদলি শ্রমিক নাসিমা আক্তার, বেসরকারি মিলের শ্রমিক মোঃ কারিমুল ইসলাম, দৌলতপুর রিকশা ইউনিয়ন সহ-সভাপতি মোঃ শাহাআলম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা সুজয় শুভ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা জেলা আহ্বায়ক শেখ আলামিন, শ্রমিক সন্তান মোঃ রানা সিকদার, সরকারি বিএল কলেজ শিক্ষার্থী নুসরাত জাহান, তানজিদ, সদস্য প্রমুখ।
সমাবেশে পাটকল শ্রমিক নেতৃবৃন্দ বলেন, সরকারের বিজেএমসির আওতাধীন খালিশপুর জুটমিল, দৌলতপুর জুটমিল, জাতীয় জুট মিল, কেএফডি ও আরআর জুট মিল ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বন্ধ করে দেয়। পরে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে ২০১১ সালের ০৫মার্চ পুনরায় চালু করে। কিন্তু ২০২০ সালের ৩০শে জুন সরকার দেশের রাষ্ট্রায়াত্ব ২৫টি জুটমিল বন্ধ করে দেয়। তখন শ্রমকিদের সকল পাওনা পরিশোধের কথা বলা হলেও বন্ধের পর দেড় বছর পার হলেও শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা হয়নি। এখনও বিজেএমসির আওতাধীন খালিশপুর জুটমিল, দৌলতপুর জুটমিল, জাতীয় জুট মিল, কেএফডি ও আরআর জুট মিলের ১৫সহস্রাধিক শ্রমিক তাদের পাওনা থেকে বঞ্চিত রয়ে গেছে। এই পরিস্থিতি শ্রমিক পরিবারগুলো চরম অর্থকষ্টে অমানবিক জীবন যাপন করছে। পাটকল শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবী আদায়ে তাই বাধ্য হয়ে শ্রমিকরা আবারও রাজপথে আন্দোলনের কর্মসূচী ঘোষনা করেছে।
সমাবেশে পাটকল আন্দোলনের কর্মী মিহির কান্তি মন্ডলের তোলা “পাটকল আন্দোলনের স্থিরচিত্র” প্রদর্শনী এবং ‘মাতঙ্গী’ নাট্যদলের শ্রমিক জীবন ভিত্তিক পথনাটক ‘দুনিয়ার মজদুর একহও’ মঞ্চায়িত হয় ।
৪দফা দাবী আদায়ে পাটকল শ্রমিকরা আগামী ২০অক্টোবর বুধবার বেলা ১১টায় খুলনা বিভাগীয় শ্রম পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান, ২৪অক্টোবর রবিবার শিল্প পুলিশ-৬ খুলনার পুরিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান ও ২৯অক্টোবর শুক্রবার খালিশপুর শিল্পাঞ্চলে লাল পতাকা মিছিল কর্মসূচী পালন করবে।##