খুলনা ব্যুরো।।
খুলনায় ধর্মীয় ভাবগাম্ভীর্ষ ও উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শাদরীয় দুর্গোৎসব শুক্রবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হয়েছে। খুলনা জেলার ৯টি উপজেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত শারদীয় দুর্গা পুজাকে আরো উৎসব মুখর করার লক্ষ্যে সরকারের পাশাপাশি খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিক শেখ হারুনুর রশিদ বিগত সময়ের ন্যায় এবারও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। পুজা উদযাপন পরিষদসহ বিভিন্ন মাধ্যমে বিজয়া দশমীর আগেই বিভিন্ন মন্দিরে পৌছে দিয়েছেন অনুদানের নগদ অর্থ। শেখ হারুনুর রশিদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পুজা উৎযাপন পরিষদসহ সংশ্লিষ্ঠরা।বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনার তেরখাদা উপজেলার আজগড়া গ্রামে অনুষ্ঠিত ৯টি পুজা মন্ডপের সংশ্লিষ্টদের হাতে শেখ হারুনুর রশীদে দেয়া অনুদান বিতরন করা হয়। মন্ডপে মন্ডপে উপস্থিত হয়ে প্রতিটা মন্ডপের সবাপতি ও সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দের হাতে অনুদান তুলে দেন স্থানীয় জনপ্রতিনিধি অপুর্ব মল্লিকসহ বিশিষ্ঠ ব্যক্তিদের সাথে নিয়ে খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বজন সাংবাদিক ফোরাম খুলনার প্রতিষ্ঠাতা মল্লিক সুধাংশু, স্বজন সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি সুনীল দাস, সংগঠনের কোষাধ্যক্ষ মনোজ মজুমদারসহ নেতৃবৃন্দ।এ সময় স্বজন সাংবাদিক ফোরামের সদস্য পুবের আকাশ অনলাইন নিউজ পোর্টালের সাথী বসু, শুভংকর রায়, অভিষেক মল্লিক, স্থানীয়দের মধ্যে মুরারী মল্লিক, উৎপল কুমার গাইন, সুজন মল্লিক, বাবুল সরদার, শম্পা মল্লিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় আজগড়া গ্রামের ৯টি পুজা কমিটির তালিকায় আজগড়া তেতুলতলা সার্বজনীন দুর্গা মন্দির, আজগড়া ধনীতলা সার্বজনীন দুর্গা মন্দির, আজগড়া কোদাল ধোয়া সার্বজনীন দুর্গা মন্দির, আজগড়া প্রেমদা সার্বজনীন দুর্গা মন্দির, আজগড়া চেয়ারম্যান বটতলা সার্বজনীন দুর্গা মন্দির, আজগড়া পশ্চিমপাড়া মল্লিক বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, আজগড়া মধ্যপাড়া(আর.বি) প্রাথমিক বিদ্যালয় সার্বজনীন দুর্গা মন্দির,আজগড়া দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গা মন্দির এবং আজগড়া পুর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের পুজা কমিটির নেতৃবৃন্দ এই অনুদানের অর্থ গ্রহণ করেন। এছাড়াও স্বজন সুহৃদ হরেন্দ্র নাথ, সৌমি লাবণ্য চৌধুরী, মান্ডবী বিশ্বাস ও কাকন বালাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এরআগে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে খুলনা জেলা ও মহানগর পুজা উদযাপন কিমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দেন।##