ফকিরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে ২১ (জুলাই) রোববার সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপনের অংশ হিসেবে ফকিরহাট শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয় ছিল “মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনিল অর্থনীতির অগ্রগতি”। কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল। এসময় সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ সিরাজুল হক, ক্ষেত্র সহকারী সঞ্জয় কুমার বাছাড়, অর্নব বিশ্বাস, সহকারী অধ্যাপক হোসাইন ছায়েদীন, দীন মোহম্মদ মোল্লা, মৃত্যুঞ্জয় কুমার দাস, প্রভাষক সিরাজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মেখ তারিকুল ইসলাম, উৎপল কুমার দাস, পলি দাশ, উপজেলা মৎস্য দপ্তর এর কম্পিউটার অপারেটর মেজবাহ উদ্দীন, লীফ মো: জিল্লুর রহমান, তরুন কুমার মল্লিক সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় নাহিদা আক্তার, ফারজানা খাতুন, হীরা খাতুন প্রতিভা রায়, সাওদা হালিমা ও মারিয়া খাতুন।
বিতর্ক প্রতিযোগিতা শেষে অংশগ্রহণ কারীদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী উপহার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন দাশ ও বিশেষ অতিথি ক্যাম্পাসে বনজ সোনালী গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন।