তৃপ্তি সেন, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি :
খুলনার পাইকগাছা পৌরসভা কর্তৃক পোনা ব্যবসায়ীদের উপর অবৈধ টোল ধার্য্য করার প্রতিবাদে সম্মিলিত পোনা ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৬ এপ্রিল সকালে পৌর সদরস্থ রয়্যাল ফিস ট্রেডিং এর কার্যালয়ে সমিতির সভাপতি গোলাম কিবরিয়া রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পোনা ব্যবসায়ী আলহাজ্ব মাহাবুবুর রহমান, সাজ্জাত আলী সরদার, জিএম ইকরামুল ইসলাম, রেজাউল করিম, মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান, হেমেশ চন্দ্র মন্ডল, শেখ আব্দুল আজিজ, শিবপদ মন্ডল, শেখ শহিদ হোসেন বাবুল, আক্তার হোসেন, শামিম হোসেন, ফারুক হোসেন, বাবু রাম মন্ডল, রজব আলী গাজী, নাজমুল ইসলাম ফিরোজ, জিএম মাসুদ আলী, সুভাষ সানা মহিম, নুরুজ্জামান, অলোকেশ ঢালী, কবির হোসেন ও ইলিয়াস হোসেন।
উল্লেখ্য পৌরসভা কর্তৃক তথাকথিত পোনা মার্কেটের নামে হাট বাজার ইজারা দিয়ে পোনা ব্যবসায়ীদের উপর অবৈধ টোল আদায় বন্ধে ব্যবসায়ী সমিতি জেলা প্রশাসক বরাবর আবেদন করে। সর্বশেষ প্রতিবাদ সভার মাধ্যমে পোনা ব্যবসায়ীরা অবৈধ টোল ধার্য্য প্রত্যাহারের দাবী জানান।