দাকোপ প্রতিনিধি: ২৭ মে সোমবার বিকাল ৩টায় দাকোপ ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০১৯/২০২০ সালের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
ইএএলডি, নবযাত্রা, ইসিআর ওয়াশ প্রকল্প রূপান্তরের সহযোগীতায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন দাকোপের ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ। বাজেট সভায় ২০১৯/২০ অর্থবছরের জন্য ১ কোটি ২৫ লক্ষ ১৫ হাজার ৮৯ টাকার বাজেট ঘোষনা করা হয়। সভাতে এলাকার গন্যমান্য ব্যক্তি,ইউপি সদস্য ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহন করেন এবং বক্তব্য রাখেন।
সার্বিক সহযোগিতা করেন রূপান্তরের প্রতিনিধি বিপাশা রায় ও রবিউল ইসলাম বাবু। সভাটি সঞ্চালনা করন ইউপি সচিব প্রদীপ সাহা।