পাপ্পু সাহা, দাকোপ, খুলনা :
খুলনার দাকোপ উপজেলার ০৮ নং বাজুয়া ইউনিয়ন পরিষদে “মর্যদা ও অধিকার, স্বাস্থ্য কেন্দ্রে পসূতি সেবায় অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা দাকোপ এর আয়োজনে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত।
নিরাপদ মাতৃত্ব দিবস ২৮মে ২০১৯ উপলক্ষে ইউ এস এ আই ডি’ এর খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের ওয়াল্ড ভিশন বাংলােদশ এর সহযোগীতায় বাজুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পরবর্তীতে একটি র্যালী অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতথি ছিলেন বাজুয়া ইউনিয়ন পরিষদের চেযারম্যান রঘুনাথ রায়, বিশেষ অতথি ছিলেন ইউপি সদস্যা তৃপ্তি সরদার, ননী গোপাল মন্ডল, সমীরন সরকার, ধীরাজ রায়, নিত্যানন্দ মিস্ত্রী, অর্চনা রায়, সপ্নীল সরকার, প্রিয়াংকা বিশ্বাস সহ ৮০ জন মা ও ২০জন বাবা এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তি।
উক্ত র্যালীটি বাজুয়া সদর প্রদক্ষিণ করে পরবর্তীতে বাজুয়া ইউপি হল রুমে ফিরে আসে এবং অতিথিদের মুল্যবান বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।