ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় স্হানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে (বুধবার) সকালে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মুখ্য সচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্হাপনা পরিচালক মোঃ আব্দুল করিম।কর্মশালা উদ্ভোধন করেন স্হানীয় সরকার খুলনা বিভাগ খুলনার পরিচালক মোঃ হোসেন আলী খান। বিশেষ অতিথির বক্তব্যদেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল,এ) মোঃ ইকবাল হোসেন, জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইউসুপ আলী,উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শিরিনা দৌলত, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান খান।
প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খাতুনে জান্নাত। কর্মশালায় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক,জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ অংশ গ্রহন করেন।