অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা (খুলনা) :
২৯ (জানুয়ারী) খুলনার কয়রার ঐতিহ্যবাহী কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ (জানুয়ারী) মঙ্গলবার সুশীলন নবযাত্রা প্রকল্পের উদ্যোগে ইউএস আইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের সহযোগীতায় কয়রার ঐতিহ্যবাহী কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি এসএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং প্রভাষক শাহিনুর ইসলামের সঞ্চালনায় সকাল ১১টায় কলেজের হলরুমে অভিভাবক সমাবেশ শুরু হয়। “ ১৮’র আগে বিয়ে নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, কয়রা সদর ইউপি প্যানেল চেয়ারম্যান এসএম নাজমুস্ছাদাৎ ও কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রিয়াসাদ আলী, কলেজের অধ্যক্ষ এসএম আবু বকর সিদ্দিকী, সহকারী প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র মণ্ডল, সহকারী শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডল, প্রান কৃষ্ণ মণ্ডল, মনোরঞ্জন গায়েন, মুর্শিদা আক্তার লিপি, এসএমসি সদস্য মোস্তাফিজুর রহমান, ডাঃ মনোরঞ্জন মণ্ডল, অভিভাবক সদস্য মোঃ বেল্লাল হোসেন, অমল ঘরামী, মিসেস্ রেহানা পারভীন, লিপিকা মণ্ডল, ফজিলাতুন্নেছা প্রমুখ। সমাবেশে প্রায় তিন শতাধিক অভিভাবক ও অভিভাবিকা উপস্থিত ছিলেন।