নিতিশ সানা, কয়রা : ২৭ মে (সোমবার) বিকাল ৪ টার দিকে মহারাজপুর ইউনিয়ের মালিখালি গ্রামে একটি ইজিবাইক কে আভারটেক করতে গিয়ে, বিপরীত দিক থেকে আসা একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটায় চতুর সরকার (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন।
স্থানীয় সূত্র মতে জানা যায়, মহারাজপুর ইউনিয়ের মঠবাড়িয়া গ্রামের চতুর সরকার (৭০)।আত্মীয়র বাড়ি যাওয়ার জন্য একই গ্রামের শফিকুলের ভাড়ায় চালিত মোটরসাইকেলে ওঠে। বিকালে ৪ টার দিকে তারা একই ইউনিয়নের মালিখালি গ্রামে পৌছাতেই একটি ইজিবাইক কে আভারটেক করতে গিয়ে, বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখো মুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলে চতুর সরকার গুরুতরো আহত হয়। স্থানীয়রা পার্শবর্তী একটি চিকিৎসালয়ে নিয়ে যায়। তার মাথা কেটে যায় এবং পায়ের কাটা অংশে নয়টা শেলাই লাগে। তবে বাইক চালক শফিকুলের কোন ক্ষয়ক্ষতি হয়নি। বিপরীত দিক থেকে আসা বাইকের চারক ও যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
বাইক চালক শফিকুল আহত চতুর সরকার এর বাড়িতে জানালে তার ছেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে আসে।