অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা :
বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট এম এলটি সাইটের কর্মকর্তাগণ উপকুলীয় জনপদ খুলনার কয়রা উপজেলার বিভিন্ন ফসলের ক্ষেত পরিদর্শন করেছেণ।
সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পরিদর্শণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য ও বিআরসির পরিচালক ড. মোঃ মনোয়ার করিম খান, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গাজী আকরাম হোসেন, এসএসও ড. মোঃ রহিমুল আলম, কৃষি গবেষণার এসএসও ড. মোঃ মোশারফ হোসেন, বিএআরসির এসএসও ড. মোঃ মোশাররফ রহমান প্রমুখ। কৃষি বিভাগের এই কর্মকর্তাগণ কয়রা উপজেলার বিভিন্ন এলাকার লবণ সহিষ্ণু গম, বার্লি, আলু, সরিষা, সূর্যমুখী, ভুট্টা, বিটি বেগুন ও আখের ক্ষেত ঘুরে দেখেন। কর্মকর্তারা বারি বিটি বেগুন ২, বারি আলু ৭২, বারি গম ২৫, বারি বার্লি ৭, বারি সূর্যমুখী ২ এর ফসলের মাঠ দেখে সন্তোষ প্রকাশ করেন।
কৃষিবিজ্ঞানীরা এ অঞ্চলের জন্য লবণ সহিষ্ণু বারি আলু ৭২, বারি বার্লি ৭ এবং বিষ মুক্ত বিটি বেগুনের চাষাবাদ বাড়ানোর জন্য স্থানীয় কৃষকদের পরামর্শ দেন। টিমের সদস্য খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশীদ বলেন, কয়রায় এক ফসলির জমিকে ২ ফসলি এবং ২ ফসলি জমিকে ৩ ফসলি করার জন্য বিভিন্ন ভাবে গবেষণা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মাঠ পরিদর্শণ কালে সার্বিক সহযোগীতা করেন খুলনার উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ মোশাররফ হোসেন, কয়রা এমএলটি সাইটের বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান।