নিজস্ব প্রতিবেদক : মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ স্লোগান কে সামনে রেখে মৎস্য সপ্তাহ উপলক্ষে মুল্যায়ন, পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান খুলনার রূপসায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে রূপসা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা পরিষদের আয়োজনে মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠনের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো.ফরিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ যোবায়ের, সহকারী মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলী, মৎস্য সম্প্রসারণ অফিসার মোঃ রিজাউল করিম, বন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান ও মৎস্য চাষিসহ স্থানীয় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় চারজন চাষিকে সম্মাননা ও পুরষ্কার বিতরণ করা হয়।