প্রেস বিজ্ঞপ্তি :
’সুপেয় পানির হাহাকার থেকে খুলনাবাসীকে বাঁচাও, পানির সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ কর, গ্রাহকসেবা নিশ্চিত কর’ এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব ইউনিয়ন, খুলনা জেলা কমিটির প্রতিবাদ সভা ২৯ মে বুধবার সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিব মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী, সাবেক যুবনেতা নিতাই পাল, ভূষণ চন্দ্র সরকার তরুন, যুবনেতা ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, আজিজুল ইসলাম, ছাত্রনেতা উত্তম দাস, সিরাজুল ইসলাম, সৌরভ সমাদ্দার প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সুপেয় পানির জন্য খুলনাবাসী হাহাকার করছে। ওয়াসা নগরবাসীর গৃহস্থালী কাজে ব্যবহৃত পানিও সরবরাহ করতে পারছে না। যা সরবরাহ করছে তাও ময়লাযুক্ত, দুর্গন্ধ ও ব্যবহারের অনুপযোগী। আর সুপেয় পানি তো দুর্লভ ব্যাপার।
বক্তারা অবিলম্বে মহানগরীর পানির সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।