নিজস্ব প্রতিবেদক :
ঐতিহ্যবাহী খুলনা সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উইলিয়াম এল গাইন ১৬ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৬টায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মহানগরীর একটি বেসরকারি ক্লিনিকে মৃত্যুবরণ করেছেন।
তাঁর মৃত্যুতে সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা-কর্মচারী ও ছাত্রবৃন্দ গভীরভাবে শোকাহত।
তাঁর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, খুলনা ধর্ম প্রদেশীয় বিশপ মোস্ট রেভাঃ জেমস রমেন বৈরাগী, প্রধান শিক্ষক আলফ্রেড রনজিৎ মন্ডল, রেক্টর ফাদার মার্টিন মন্ডল, সহকারী প্রধান শিক্ষক সেখ মোঃ ছরোয়ার হোসেন, নীলুরীটা তালুকদার, সহকারী শিক্ষক মাওলানা অহিদুল্লাহ, গৌরপদ রায়, অসিকুর রহমান, মার্টিন শিকদার, আনোয়ারা খাতুন, বাপিয়া চৌধুরী, কনিকা রানী সরকার, মৌসুমী আক্তার, তাহেরা খানম, কনিকা রানী রায়, অসীম কুমার বৈদ্য, কুমুদ রঞ্জন ফৌজদার, মোঃ রফিকুল ইসলাম প্রদীপ কুমার সোম, হিমাংশু কুমার গোলদার, সুশান্ত কুমার রায়মৃধা, মদন মোহন পাল, শুভশংকর রায়, শচীন কুমার পাল, পার্থ প্রতীম বিশ্বাস, পশুপতি মন্ডল, মোঃ আবু দাউদ, উৎপলা মন্ডল, মোঃ আশফাক আহম্মেদ, সঞ্জয় কুমার দাশ, রোজলিন পূর্নিমা মন্ডল, পুষ্পেন রায়, প্রশান্ত কুমার মন্ডল, মিনু বাড়ৈ, সমীর সহ সেন্ট জোসেফ্স পরিবার।