খবর বিজ্ঞপ্তি :
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, খুলনা জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনাড়ম্ভরের সাথে ২২ জুলাই সংগঠনের নিজস্ব কার্যালয়ে বেলা ১১:৩০ টায় অনুষ্ঠিত হয়।
সভায় পরিচিতি পর্ব শেষে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং বিলুপ্তিকৃত সকল উপজেলা কমিটিকে নতুন করে ঢেলে সাজানোর পরামর্শ দেয়া হয়। সভায় আলোচনাকালে খুলনাসহ সারা দেশে ডেঙ্গু জ্বরের ভয়াবহতায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তবে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেশি হলেও সরকারি প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়। সেই সাথে সকল গ্রাম ডাক্তারগণকেও নিজ নিজ এলাকার সাধারণ জনগণকে এ ব্যাপারে সচেতন করে তোলার পরামর্শ দেয়া হয়। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। ডেঙ্গু জ্বর প্রতিরোধে প্রধান উপায় হলো এডিস মশার জন্ম নিয়ন্ত্রণ ও নিধন। আর তার জন্য এডিস মশা জন্মের উৎসগুলো সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। ডেঙ্গু জ্বরে আতংকের কিছু নেই, সময়মত চিকিৎসায় ভালো হয়। এ সভায় সময়ে নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা হলেন সভাপতি ডাঃ এস এম সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি ডাঃ এইচ এম আলতাফ হোসেন, ডাঃ এম এ রশিদ, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ মাহফিজুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ডাঃ এইচ এম আবুল বাশার, সহ-সাধারণ সম্পাদক ডাঃ রিয়াজুল কামাল, ডাঃ শেখ আজমীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ জহুরুল হক, অর্থ সম্পাদক ডাঃ এস এম এমদাদুল হক, দপ্তর সম্পাদক ডাঃ এ জেড এম কামরুল হাসান, প্রচার সম্পাদক ডাঃ মোঃ হোসেন আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ ফজলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ডাঃ সৈয়দ আলী হাফিজ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পাদক শেখ আলতাফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আকতার, তথ্য ও গবেষণা সম্পাদক ডাঃ আব্দুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক ডাঃ মাওঃ সাইদুর রহমান, নির্বাহী সদস্য ডাৎ তারেুল আলম চৌধুরী, ডাঃ আব্দুস সালাম, ডাঃ বদরুদ্দীন, ডাঃ মোঃ হান্নান, ডাঃ সুজিত ঢালী শান্ত প্রমুখ।