রূপসা প্রতিনিধি,খুলনা: খুলনার রূপসা উপজেলায় লিজ নেওয়া সরকারি পুকুরের মাছ কে বা কারা বিষাক্ত দ্রব্য দিয়ে মেরে ফেলেছে।
শুক্রবার (১৭ মে) গভীর রাতে উপজেলার ৪নং টিএসবি ইউনিয়নের কাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত জিন্না গাজী দৈনিক অধিকার’কে জানান, পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। তিনি দাবি করে বলেন, প্রায় ৬০ মণ মাছ এভাবে মেরে ফেলা হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় ৫লাখ টাকা।
এ ব্যাপারে রূপসা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।