খবর বিজ্ঞপ্তি :
গত ২৬ এপ্রিল, খুলনা-১ আসনের সাবেক সাংসদ ননীগোপাল মণ্ডলের ফেজবুক পেজে একটি রাজনৈতিক পোস্টের কমেন্ট বক্সে জনৈক ননী গোপাল বিশ্বাস বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ, খুলনা জেলা শাখার সহ-সভাপতি বিধান বিশ্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক কানাই মণ্ডলকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ আপত্তিকর মন্তব্য করায় ৫মে রবিবার বিকেল ৪টায় রূপসা শ্মশান মন্দির মিলনায়তনে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ, খুলনা জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি দেবাশীষ রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবার্ট নিক্সন ঘোষ। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর ছাত্র-যুব ঐক্য পরিষদ সভাপতি বিশ্বজিৎ দে মিঠু। জেলা সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি স্বপন কুমার রায়, সঞ্জয় গাইন, হিরণ্ময় মণ্ডল, এড. ধীমান মণ্ডল, বিপুল কান্দি চৌধুরী, সমীর শীল, নিত্যানন্দ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস, প্রণেজিৎ কুমার নাথ, বিদ্যুৎ নন্দী, রাজু রায়, সুজল মিস্ত্রী।
এছাড়া উপস্থিত ছিলেন রাজ সানা, বিশ্বজিৎ মণ্ডল. জ্যোতিপ্রকাশ পাইক, সঞ্জয় দে, দ্বীপ মিস্ত্রী, চন্দন দে, দীপায়ন মণ্ডল, রাহুল সরকার, মিঠুন কুমার মণ্ডল, মনি রায়, এড. সজীব, রাজিব সরকার, গৌতম দাস প্রমুখ।
বক্তারা আগামী তিন দিনের মধ্যে ননী গোপাল বিশ্বাসকে সদর থানায় দায়ের করা জিডি’র প্রেক্ষিতে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচি প্রদান করা হবে বলে বক্তব্য প্রদান করেন।