পাইকগাছা প্রতিনিধিঃ
ফেসবুকভিত্তিক গ্রুপ ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উই আর বাংলাদেশ (ওয়াব) এর উদ্যোগে সচেতনতামূলক স্টিকার স্থাপন কর্মসূচির অংশ হিসেবে পাইকগাছা থানায় সচেতনতামুলক স্টীকার স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার ৩০ এপ্রিল সকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রহমত আলী থানার গুরুত্বপূর্ণ স্থান সমূহে স্টীকার স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়াব এর মডারেটর থানার এসআই মিরাজ ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, ওয়াব মেম্বার মওদুদ মুন্না, ইন্দ্রজিতসহ থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত দর্শনার্থীরা ওয়াবের এ কার্যক্রমকে সাধুবাদ জানান।
স্টিকার স্থাপন কর্মসূচীর উদ্বোধন শেষে ওসি (তদন্ত) রহমত আলী বলেন, ওয়াবের মানবতার সেবা মূলক কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালনার জন্য সব স্বেচ্ছাসেবকদের একসঙ্গে কাজ করতে হবে। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমি নিজেও ওয়াবের একজন সদস্য এবং নিয়মিত ওয়াবের কার্যক্রম দেখি।