পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে মৎস্য চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৯ এপ্রিল সকালে আশা বাঁকা ব্রাঞ্চ অফিস চত্ত¡রে পাইকগাছা অঞ্চলের আরএম এজাবত আলী’র সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, আশা’র সিনিয়র জেলা ব্যবস্থাপক একেএম সেলিম আল-রেজা। প্রশিক্ষক ছিলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, আশা বাঁকা ব্রাঞ্চ ম্যানেজার মিলন কান্তি গোলদার। প্রশিক্ষণে এলাকার ৩০জন মৎস্য চাষী অংশগ্রহণ করে।