দাকোপ প্রতিনিধি :
খুলনার দাকোপ উপজেলায় ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আয়োজনে যুব সাংবাদিক ও উপজেলা সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময় সভা হয়েছে।
বৃহস্পতিবার ১৮ এপ্রিল সকাল ১১টার দিকে সুশীলন নবযাত্রা প্রকল্প কার্যালয়ের সম্মেলনকক্ষে দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব সাংবাদিকদের সমস্যা ও তার উত্তরণের বিষয় নিয়ে আলোচনা হয়। আর উপজেলার কর্মরত সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। এতে বক্তব্য করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম রেজা, সাংবাদিক দীপক রায়, আজগর হোসেন ছাব্বির, গোবিন্দ বিশ্বাস, মামুনুর রশিদসহ আরও অনেকে।
প্রকল্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভানুয়েশন স্পেশালিস্ট মো. শহিদুল ইসলাম, জেন্ডার অফিসার মোছা. নাছরিন মনোয়ারা, জেন্ডারের টেকনিক্যাল অফিসার মো. রাসেল মিয়া।