মো. শিপন ভূঁইয়া, দাকোপ :
হীড বাংলাদেশের লিফট কর্মসুচীর আওতায় এবং পিকেএসএফ’র সহযোগীতায় খুলনার দাকোপ উপজেলায় উন্নত জাতের ভেড়ার ব্রিডিং খামারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের জাইকা ব্রীজ সংলগ্ন খামার প্রাঙ্গনে হীড বাংলাদেশ’র নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উন্নত জাতের ভেড়ার ব্রিডিং খামারের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন।
এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব দাস, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সুভদ্রা সরকার, উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এমএম মোস্তাফিজুর রহমান, তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, হীড বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল সালাম, অদ্বৈত বিশ্বাস, হীড বাংলাদেশের খুলনা এরিয়া ম্যানেজার-২ পার্থ রায় চৌধুরী, এরিয়া ম্যানেজার-১ বার্নাড রিপন বিশ্বাস, বাড়ীতে উন্নত জাতের ভেড়া পালনে সফল খামারী কাকলী সরকার, সাইদুল ইসলাম, মিনাক্ষী মন্ডল প্রমুখ।