খবর বিজ্ঞপ্তি : আজ ১১ মে শনিবার সন্ধ্যা ৭টায় সুর-ঝংকার, খুলনায় জন ও সমাজকল্যাণমূলক অরাজনৈতিক সংগঠন দখিনা ছাত্র ফ্রন্টের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক যোগেশ মণ্ডল রুদ্রের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক তারক চন্দ্র মণ্ডলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দখিনা’র সভাপতি এড. হেমন্ত সরকার, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী অহিদুজ্জামান খোকন। সভায় দখিনা ছাত্র ফ্রন্টের সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনা করা হয় এবং দক্ষিণাঞ্চলের এস এস সি পরীক্ষা-২০১৯ এ উত্তীর্ণদের সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সুরেশ চন্দ্র মণ্ডল, সাইফুল ইসলাম, সজল মণ্ডল, সৌরভ সাধু, সৌমেন মণ্ডল, শেখ রাসেল আহমেদ, সুমন গাজী, মোঃ ইমরান হোসেন, কৌশিক মণ্ডল, রঞ্জন মণ্ডল, রূপক কান্তি সানা, সুমন জ্যোতি মণ্ডল প্রমুখ।
অপর এক বিবৃতিতে দখিনা’র প্রতিষ্ঠাতা অসুস্থ বীর মুক্তিযোদ্ধা, প্রাক্তন এমপি, পাইকগাছার কৃতিসন্তান স ম বাবর আলী, এ্যাডভোকেট-এর সুস্থতা কামনা করা হয়।