কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের আওতায় সুশীলন ও নবযাত্রা প্রকল্পের সহায়তায় কয়রার যুব সাংবাদিক ও উপজেলায় পর্যায়ের সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময় সভা গত ২৫ এপ্রিল সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় নবযাত্রার চলমান কার্যক্রমের আওতায় গর্ভবতী ও স্তন্য প্রদানকারী মা, কিশোরী এবং ৫ বছরের কম বসয়ী শিশুদের পুষ্টিজনিত অবস্থার উন্নয়ন সাধন, পারিবারিক সমতা ভিক্তিক আয় বৃদ্ধি করা, দুর্যোগকালীন প্রাকৃতিক অবস্থা, আঘাত ও পরিস্থিতির উপশম করে খাপ খাইয়ে সামলে নিয়ে দুর্যোগ শেষে দ্রুত পূর্বাবস্থায় ফিরে আসার জন্য কর্ম এলাকার জনগোষ্টির মাঝে নারী পুরুষের অংশগ্রহইে সক্ষমতা গড়ে তোলা ও স্থানীয় সরকারের সেবার উন্নয়ন ঘটানো নিয়ে বিস্তরিত আলোচনা করা হয়। সভায় সাংবাদিকদের মে-অক্টোবর মাসের কর্ম ৬টি পরিকল্পনা প্রণয়ন করে রিপোটিং করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আঃ রশিদ খান, সুশীলনের কো-অর্ডিনেটর শেখ শহিদুল আহসান, প্রেসক্লাব সভাপতি মোস্তাফা শফিকুল ইসলাম, নবযাত্রার জেন্ডার অফিসার সুজন উদ্দিন, সুশীলনের জেন্ডার টেকনিক্যাল অফিসার ছফুরা খাতুন, অর্গানাইজার শরিফুর রহমান, রিয়াজ প্রমুখ।
সভায় ২০ জন সাংবাদিক তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।