ইদ্রিস আলী, খুলনা :
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিরাজগঞ্জের (ঢাকা-ঈশ্বরদী) রেল সড়কে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় মাইক্রোবাসের সাথে ট্রেনের ধাক্কায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মাইক্রোবাস উল্লাপাড়ার দেবকান্দি রেলক্রসিং অতিক্রমের সময় দ্রুতবেগে আসা ট্রেনের সঙ্গে সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৭ জন। নিহতদের মধ্যে বর রাজন (২৫) এবং কনে সুমাইয়া খাতুন (২০)-এর পরিচয় পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে শিশু এবং ৬ জন পুরুষ যাত্রী। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
তবে কালিয়া কান্দপাড়ার ইউপি সদস্য আবুল হোসেন এর ছেলে ওয়াসিম হোসাইন জানান, তারা সবাই কান্দাপাড়ার বাসিন্দা ও বর কান্দাপাড়ার আলতাফ কসাইয়ের ছেলে। বিয়ে সম্পন্ন করে ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে। সেখানে বর, নতুন বউ, বউয়ের দাদি, কোলদারা সহ সর্বমোট ১৭ জন ছিলেন।