ফকিরহাট প্রতিনিধি :
সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ (এসবিএসি) এর সিএসআর কর্মসূচির আওতায় বাগেরহাটের ফকিরহাটে হত দরিদ্রদের মাঝে রবিবার সকালে কম্বল বিতরণ করা হয়।
এসবিএসি ব্যাংকের অর্থায়নে এবং ব্যাংক চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি এস এম আমজাদ হোসেন এর সার্বিক তত্ত্বাধানের লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন সকল ওয়ার্ডে উপস্থিতি থেকে এই কম্বল বিতরণ করেন। ইউপি চেয়ারম্যান এসএম আবুল হোসেন বলেন লখপুর সহ সারা বাংলাদেশে এসবিএসি ব্যাংকের অর্থায়নে প্রায় বিশ হাজারেরও বেশি পরিবার এর মাঝে কম্বল বিতরণ চলমান রয়েছে। বিভিন্ন ওয়ার্ডে বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, সদস্য আসপিয়ার হোসেন মোড়ল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এসএস গোলাম রব্বানী, আ,লীগ নেতা মোজাফফার মোড়ল, মোঃ মোশারফ হোসেন, মোঃ জাকির হোসেন, ইকরামুল হক বাবুল, মোঃ আজিম হোসন, মোঃ সেলিম শেখ, সুধাংশু দাশ, গফ্ফার মোড়ল, ইমরুল হাসান, হারুনার রশিদ সহ সকল ওয়ার্ডে গন্যমাণ্য ব্যাক্তি ও সকল শীতার্থ সুবিধাভোগীবৃন্দ। সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ এর পক্ষ থেকে শীত বস্ত্র পেয়ে শীতার্থ মানুষ শিল্পপতি এস এম আমজাদ হোসেন এর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।