রূপসা প্রতিনিধি : বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রূপসা উপজেলার পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১১ জুলাই সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। সভায় স্বাগত বক্তৃতা করেন মেডিকেল অফিসার (এমসিএইচ) ডাঃ প্রভা রানী বৈরাগী। সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমা আক্তার, রূপসা প্রেসক্লাবের সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাবেক ইউসিসিএ চেয়ারম্যান আবু আবজাল সরদার, ডাঃ কে এ লতিফ, ওবাইদুল ইসলাম, শহিদুল ইসলাম, চিত্ত রঞ্জন সেন প্রমুখ। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিষয়ে কৃতিত্বের জন্য পরিবার কল্যাণ সহকারী মমতাজ পারভীন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আবজাল হোসেন মোড়ল, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা হাফিজা খাতুন, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ নজরুল ইসলাম, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসাবে নৈহাটী ইউনিয়ন পরিষদ এবং শ্রেষ্ঠ স্বাস্থ্য কেন্দ্র হিসাবে নৈহাটী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে পুরস্কৃত করা হয়।