ওবায়দুল কবির(সম্রাট):
এস এম বাহারুল ইসলামকে সভাপতি, মিজানুর রহমান (মিজান)কে সাধারণ সম্পাদক ও শেখ মোঃ শাকিলকে সাংগঠনিক সম্পাদক করে মানবিক ঢাকা সোসাইটি’ খুলনা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
০২ জুলাই মঙ্গলবার ‘মানবিক ঢাকা সোসাইটি’র কেন্দ্রীয় চেয়ারম্যান আদম তমিজি হক ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাদশা স্বাক্ষরিত ৩ সদস্য বিশিষ্ট খুলনা জেলা কমিটি ঘোষণা করেন।
উল্লেখ্য ‘মানবতার সেবায় অঙ্গিকার বদ্ধ’ এই মুলমন্ত্র নিয়ে মানবিক ঢাকা সোসাইটি নামক একটি সামাজিক সংগঠন এর আত্বপ্রকাশ ঘটে আদম তমিজি হক এর উদ্যোগে।
অসহায় এবং বিপদগ্রস্থ মানুষ কে বিভিন্ন সাহায্য সহোযোগিতা করে সংগঠনটি প্রশংসার সাথে ছড়িয়ে পড়ছে সারা দেশে। তারই ধারাবাহিকতায় ঘোষিত খুলনা জেলা কমিটি।
জানা যায়, ইতিমধ্যে সংগঠনটি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে পথশিশুদের জন্য নগর জুড়ে বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ রাসেল এর নামে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ও ব্রীজ নির্মাণ, বস্তিবাসীদের জন্য স্বাস্থ্য সম্মত টয়লেট স্থাপন এবং বিভিন্ন দুঃস্থ রোগীদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও চিকিৎসা সেবা প্রদান করে আসছে। শুধু তাই নয় জাতীয় স্বার্থে বঙ্গকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জাতীয় নির্বাচন সহ বিগত ও চলমান সিটি ও উপজেলা নির্বাচনে নিজ উদ্দোগে অবিস্মরণীয় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং নানাবিধ প্রকল্প হাতে নিয়ে নিরলস নিরবচ্ছিন্ন দেশ ও দশের সেবায় কাজ করে যাচ্ছে মানবিক ঢাকা সোসাইটি নামক প্রতিষ্ঠান টি।