ফকিরহাট প্রতিনিধি :
বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের কাকডাঙ্গা নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক কামাল হোসেন নিহত হয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, আজ সোমবার ভোররাতে বরিশালগামী একটি মালবাহী ট্রাকের সামনের বাম পাশের চাকা পাঞ্চার হয়ে একটি মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে চালক কামাল হোসেন ঘটনাস্থলে মারা গেছে। সে খুলনা জেলার সোনাডাঙ্গার নুরনগর বিশ্বাসপাড়ার হাসান আলীর পুত্র। দুর্ঘটনায় আহত ট্রাকের হেলপার শামিম হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।