প্রতিনিধি(দাকোপ)খুলনা : খুলনা জেলাধীন দাকোপ উপজেলা মিলনায়তনে ২৯ মে সকাল ১১ টায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এস ডি সি) ও হেলভেটাস বাংলাদেশ এর অর্থায়নে ও রুপান্তর এর সহযোগীতায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছার। সভায় দাকোপের ৯ টি ইউনিয়ন থেকে আগত সংরক্ষিত ইউপি সদস্যবৃন্দের সমর্থনে উপজেলা নারী উন্নয়ন ফোরামের জন্য খাদিজা আক্তার-সভাপতি রীণা সরদার সহ-সভাপতি,মলিনা জোয়াদ্দার সাধারন সম্পাদক,কনিকা গোলদার কোষাধ্যক্ষ মনোনীত হয়ে মোট ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী নারী উন্নয়ন ফোরাম গঠীত হয়।সভায় উপস্থিত ছিলেন রুপান্তরের অপরাজিতা -নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবোল ঘোষ টুটুল।
সভাটিতে সার্বিক সহায়তা করেন রুপান্তরের অপরাজিতা -নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের দাকোপ উপজেলা সমন্বয়কারী কুমারেশ মন্ডল।