নিজস্ব সংবাদদাতা :
খুলনার দাকোপ উপজেলার, কামারখোলা ইউনিযনের, সাহারাবাদ গ্রামে রবিবার ( ২৮ এপ্রিল ) সকাল ১০ টার দিকে নলিয়ান নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে সুমন সানা নামের ৪ বছরের শিশুর মৃত্যু ঘটেছে।
মৃত শিশু সুমন কামারখোলার সাহারাবাদ গ্রামের দিন মজুর কাদের সানার এক মাত্র শিশু পুত্র। সুমনের চাচাত ভাই আজিবর সানা মুঠোফোনে জানান আজ সকাল ১০ টার দিকে সুমন অন্য শিশুদের সংগে খেলতে খেলতে বাড়ির সামনে নলিয়ান নদীতে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে তার মা ও অন্যান্যরা ছেলেকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে নদীতে পড়েছে নিশ্চিত হয়ে তাকে পানি থেকে তোলেন । পানি খেকে ওঠানোর পরও সে জীবিত ছিলো ,পরবর্তীতে তাকে পার্শবর্তী কালিনগর বাজারের কোয়াক ডাক্তার বিনয় কৃষ্ণ বাছাড়ের কাছে নিয়ে গেলে সে তাকে মৃত ঘোষনা করেন। এ সময় কর্তব্যরত ডাক্তার পথিমধ্যেই সুমনের মৃত্যু হয়েছে বলে জানান। এ সংবাদে সুমনের আত্মীয স্বজন সহ এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
সূত্রমতে জানা যায, সুমনের বাবা বর্তমানে দিন মজুরের কাজ করতে গোপালগঞ্জে অবস্থান করছিল। সংবাদ পেয়ে সে বাড়ীর ঊদ্যেশে রওনা দিয়ে বাড়ীতে পৌছালে আসরের আগে সুমনের জানাজা সম্পুর্ন করার পর নিজ বাড়িতেই তাকে কবর দেওয়া হয়।