খবর বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার ২রা মে সন্ধ্যা ৭টায় সিপিবি’র নিজস্ব কার্যালয়ে কেন্দ্রীয় নেতা ও খুলনা জেলা কমিটির সভাপতি কমঃ ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে সিপিবি’র জেলা কমিটির এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় ঘূর্ণিঝড় ফণী উপকূল অঞ্চলে সম্ভাব্য আঘাত হানতে পারে এমন আশঙ্কায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণের জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সভায় উপকূল অঞ্চলের লোকদের সতর্ক করা জন্য স্থানীয় পার্টির নেতাকর্মী ও সহযোগীদের আহবান জানানো হয়। সভায় সর্বসম্মতিতে জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. রুহুল আমিনকে আহবায়ক এবং মহানগর সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট একটি ত্রাণ প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডাঃ মনোজ দাশ, এস এ রশীদ, আব্দুল হান্নান, এইচ শাহাদাৎ হোসেন, এড. মোঃ বাবুল হাওলাদার, রুস্তম আলী হাওলাদার, এড. নিত্যানন্দ ঢালী, জয়ন্ত মুখার্জী, আফজাল হোসেন রাজু, উত্তম রায়, সৌরভ সমাদ্দার, সৌমিত্র মণ্ডল, কৌশিক মণ্ডল, মিঠুন দাশ, কৃষ্ণেন্দু বাছাড়।