রূপসা প্রতিনিধি,খুলনা: ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে খুলনার রূপসা উপজেলায় বিশ্ব এতিম শিশু দিবস পালন উপলক্ষ্যে ২১ মে সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংস্থার খুলনা ফিল্ড অফিসের প্রোগ্রাম অফিসার মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। সংস্থার সুবিধাভোগী শিশু মাতরিমা জামান তুশি ও তামিম শেখ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার তাহিরা খাতুন, সমাজসেবা অফিসার প্রবীর রায়। বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সহ-সভাপতি খান মিজানুর রহমান, প্রভাষক আনোয়ার হোসেন মিন্টু, প্রধান শিক্ষক সরোজ কুমার হালদার, কৃষ্ণপদ রায়, সহকারী শিক্ষক নৃপেন্দ্র নাথ রায়, সাংবাদিক তরিকুল ইসলাম, আঃ জব্বার শিবলী, চিত্ত রঞ্জন সেন, তুরান, যুব উন্নয়নের কেএম মফিজুর রহমান, সংস্থার ইউসুফ আলী, আতিকুর রহমান, ইস্রাফিল প্রমুখ।