রূপসা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির অকাল মৃত্যু ঘটেছে।
ভুক্তভোগীর পরিবারিক সূত্রে জানাগেছে উক্ত গ্রামের আ: গফুর শেখের পুত্র আজগার আলী শেখ (৪৫) গত ২৬ জুন বেলা ১১ টার সময় নিজ বাড়ীর পাশে আঠারোবেকী নদীতে গোসল করার উদ্দেশ্যে যাচ্চিল। এ সময় তিনি সড়কের উপর বৈদ্যুতিক মেইন লাইনের তার ছেড়া দেখে সরানো চেষ্টা করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। তাৎক্ষনিক ভাবে তার মা বুঝতে পেরে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।