রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার সামন্তসেনা এলাকার আঠারবেকি নদীর পাড় থেকে থানা পুলিশ ১৯ জুন বুধবার রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায় এলাকাবাসীর সূত্রে খবর পেয়ে উক্ত নাম পরিচয় বিহীন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে গেঞ্জি এবং ট্রাউজার ছিল। বয়স প্রায় ৫০ বছরের কাছাকাছি। পরনের পোশাক দেখে ধারনা করা হচ্ছে উক্ত ব্যক্তি মস্তিক বিকৃত। নদীর পাড়ে প্রচন্ড তাপদাহে হিট স্ট্রোকে মারা যেতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারনা। তবে নিহত ব্যক্তি কোন কারখানার শ্রমিক ও হতে পারে বলে অনেকেই ধারণা করছেন।
পুলিশ আজ বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ প্রেরণ করবে। এ ব্যাপারে রূপসা থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।