ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৩নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ২১ জুলাই রবিবার সন্ধ্যায় ধনপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি(ভারপ্রাপ্ত) মোঃ মোশারেফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সভাপতি স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মুনসুর আলী। ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র দাশ, প্রধান বক্তা ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইউনুস আলী শেখ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,প্রধান নির্বাচনী এজেন্ট ও আ,লীগ নেতা আনন্দ কুমার দাশ, উপজেলা আ,লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ইসরাইল হোসেন, ইউনিয়ন আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমীন, সংরক্ষিত মহিলা সদস্যা রাফেজা বেগম, ইউনিয়ন শ্রমীকলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শামীম হাসান ও ওয়ার্ড আ,লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।