প্রেস বিজ্ঞপ্তি : পাটকল শ্রমিকদের আন্দোলনকে আরো শক্তিশালী করে ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে খুলনা অঞ্চলের সমস্ত শ্রেণি পেশার মানুষ, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকের অংশগ্রহণে ‘শ্রমিক-ছাত্র-জনতা ঐক্য’র ডাকে (১৮ মে/১৯ শনিবার) বিকেল ৪টায় খালিশপুর নতুন রাস্তার মোড়ে এক সংহতি সমাবেশের আয়োজন করা হয়েছে।
পাটকল শ্রমিকরা গত ১৪ সপ্তাহ ধরে কোনো বেতন পাচ্ছে না। ৪ বছর আগে পাস হওয়া মজুরী কমিশন আজও বাস্তবায়ন হয়নি। কাঁচা পাটের অভাবে শ্রমিকরা মিলে ঢুকেও কাজ না করে বসে থাকতে বাধ্য হচ্ছে। এমতাবস্থায় ক্ষুধার্ত শরীর নিয়ে কাজে গেলেও এখন আর পেরে উঠছে না। নিরুপায় হয়ে গত ৫ তারিখ থেকে পাটকল শ্রমিকরা তাই বেছে নেয় রাজপথ। কর্মবিরতিসহ ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রতিদিন তারা বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত খালিশপুর নতুন রাস্তা মোড়ে রাজপথ-রেলপথ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে। ইফতার করছে ঐ রাস্তাতেই। আন্দোলনের আজ ১২ দিন অতিবাহিত হলেও বিজেএমসি, পাট মন্ত্রণালয় কিংবা সরকারের দিক থেকে কোন ধরনের আশ্বাস কিংবা প্রতিশ্রুতি কিছুই দেখা যাচ্ছে না। নিরুপায় শ্রমিকরা আজ বড় অসহায়।
এমতাবস্থায় পাটকল শ্রমিকদের এ আন্দোলনকে আরো শক্তিশালী করে ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা খুলনা অঞ্চলের সমস্ত শ্রেণি পেশার মানুষ, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকের অংশগ্রহণে আগামী কাল (১৮ মে/১৯ শনিবার) বিকেল ৪টায় খালিশপুর নতুন রাস্তার মোড়ে এক সংহতি সমাবেশের আয়োজন করেছি।
উক্ত সমাবেশে সাংবাদিকসহ সকল পেশাজীবী মানুষের অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি।