পাইকগাছা, খুলনা প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের বুধবার দুপুরে প্রকল্প অবহিতকরণ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাড়ুলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান ও মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ। বক্তব্য রাখেন, উপজেলা ভূমি কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী জোসেফ মন্ডল, প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাড়ুলীর সকল ইউপি সদস্য, সচিব ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।