খবর বিজ্ঞপ্তি :
বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত মণ্ডলের পিতা তারাপদ মণ্ডল(৭৬) গত ৪ এপ্রিল বৃহস্পতিবার বেলা ৫.১৫ মিনিটে পরলোক গমন করেন।
দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের বাসিন্দা ছিলেন তারাপদ মণ্ডল। দীর্ঘ দিন ধরে তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা ২৫০ বেড মেডিকেল হসপিটালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও নাতি পুতি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি দেবাশীষ রায় ও সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু সহ সংগঠনের সকল নেতৃবৃন্দরা এক শোক বিবৃতি প্রদান করেছেন।