নিজস্ব প্রতিবেদক : সুইডেন সরকারের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশান এজেন্সি- সিডার সহযোগিতায় এবং নিরাস ও ওয়াটার এইডের পরিচালনায় ১৫ মাস মেয়াদী ইন্টারন্যাশনাল ট্রেনিং প্রোগ্রাম (আইটিপি)- সাসটেইনেবল আরবান ওয়াটার এণ্ড স্যানিটেশন (SAWAS) এশিয়া-2019A ব্যাজে পাইকগাছার মেধাবী সন্তান বেসরকারি সংস্থা নিউসানের পরিচালক রায় সমীর কুমার সুইডেন গমন করেছেন।
বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া ছয় জনের একজন হিসাবে রায় সমীর কুমার ১০ মে রাত তিনটায় কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে সুইডেনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। ১৫ মাস মেয়াদী কোর্সটি ইউরোপ ও এশিয়ার ভিন্ন ভিন্ন দেশে পরিচালিত হবে। সমীর কুমার একজন উন্নয়ন কর্মী, লেখক এবং উদ্যোক্তা হিসাবে আগেই সুমান অর্জন করেছেন। এখন থেকে তিনি একজন সুয়াস চেঞ্জ এজেন্ট হিসাবে কাজ করবেন।
রায় সমীর কুমার উপজেলার লতা ইউনিয়নের হানি গ্রামের সতীশ চন্দ্র রায়ের কনিষ্ট পুত্র। তিনি দীর্ঘদিন ধরে নিউসানের পরিচালক হিসাবে কর্মরত ছিলেন।