অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা :
গত ৩০ জানুয়ারী খুলনার কয়রায় ৬ পিচ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে কয়রা থানা পুলিশ।
কয়রা থানা পুলিশ সুত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আমাদী খেয়াঘাট এলাকা থেকে ৬ পিচ ইয়াবা সহ আশাশুনি উপজেলার দূর্গাপুর গ্রামের নুরুল আমিন সরদারের পুত্র সোহেল সরদার (৩৪) কে আটক করেছে। এ সময় পুলিশের অভিযান টের পেয়ে তার সাথে থাকা অন্যরা নদী পার হয়ে পালিয়ে গেছে বলে জানা যায়। এ ব্যাপারে জানতে চাইলে, কয়রা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তফা হাবিবুল্যাহ বলেন, কয়রা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।